মোদের প্রিয়….

গার্গী সেন
o৬/০২/২০২১

আমাদের সেই দিনগুলো
     হুল্লোড় আর খেলাধূলো —
আজ যে সবই এলোমেলো
     কোথায় গেল সে দিনগুলো ?

সুখে দুঃখে রঙ্গে ছন্দে
     কাটত জীবন খুব আনন্দে
হাসি গান আর ভাল মন্দে
     মধুর সুরের বর্ণে ছন্দে!

মহুয়ার আমেজ মাতাল করা
     সন্মোহিনী আবেশ ভরা
সুখস্মৃতির স্বপ্ন সারা
     মনে যে আজ বন্ধ তারা।

অনেক গল্পে গাঁথা মালা
     লেখা যাবে কত যে পালা –
ভাবি বসে সকল বেলা
     কোথায় গো সেই হট্টমেলা ?

মোহিনী মোদের রূপনারায়ণপুর
     অরূপনগর না সে মোর অচিনপুর ?
লালমাটি আর বাঁশির সুর,
     মোদের বড় আপন রূপনারায়ণপুর।