রামোৎপল সেনের স্মরণে

 

রামোৎপল সেন এই নাম টা অনেকেই জানে না, সবাই R. Sen এই নামেই জানে ও চেনে । ১লা জানুয়ারী, ২০২১, আমার সঙ্গে শেষ কথা হয়েছিল। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা “Happy New Year” আদান প্রদান হলো। সেই মানুষটা ৫ ই জানুয়ারী চলে গেলেন কাউকে কোন কষ্ট না দিয়ে, ভাবতেই পারছি না। সেন সাহেব একজন অতি অমায়িক ভদ্রলোক ছিলেন ।

হিন্দুস্তান কেবলস্ কোম্পানিতে ১৯৫৫ থেকে সম্ভবত ১৯৮৫ সাল অবধি ছিলেন। টেলিকম্যুনিকেশন প্রযুক্তিতে ওনার নাম ভারত বর্ষে এক নম্বরে ছিল। R. Sen এর নাম সবাই এক বাক্যে চিনতো। টেলিফোনের তার তৈরির ক্ষেত্রে উনি একজন অগ্রগামী। কেবলস কোম্পানিতে ওনার অবদান ভোলার নয়।

আমার সঙ্গে খুবই ভাল বন্ধুত্ব এবং দীর্ঘ সম্পর্ক ছিল। ওনার স্ত্রী বর্তমান। দুই কৃতি পুত্র, এক জন লন্ডন ও একজন আমেরিকায় বসবাস করে। বড় ছেলে টিটো আমার ছোট ছেলের বন্ধু। ছেলেরা দুজনেই সেন সাহেবের শ্রাদ্ধে উপস্থিত ছিল। একে একে সবাই বিদায় নিচ্ছেন। সেন সাহেবের আত্মার শান্তি কামনা করি ও ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই।

সুব্রত ঘোষাল, মুম্বাই