কালাইডোস্কোপ

মনিমালা বন্দোপাধ্যায়
০৬/০২/২০২১

ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন
      স্বপ্ন হরেক রকম ।
টাকা দিয়ে যায়না কেনা
      এমনই তার ধরন ।
বুকের ভিতর বাসা বাঁধে,
      মাথায় ঘোরে ফেরে,
ইচ্ছের তালে নেচে বেড়ায়,
      ধরবে কেমন করে !
রাতের বেলায় ক্লান্ত হয়ে
      চোখের পাতায় বসে,
হরেক রকম ছবি দেখায়
      আয়না – কাচে, মিশে ।
খুশি হয়ে বা ঘাবড়ে গিয়ে,
      উঠলে যদি বসে,
খেলনা টা, লুকিয়ে পিছে,
      খিলখিলিয়ে হাসে ।