সুনীল ঘোষালের স্মরণে
সুনীল ঘোষাল ছিল এক প্রাণোচ্ছল ব্যক্তিত্ব। হিন্দুস্তান কেবলস্ এ যোগ দেন ১৯৫৪ সালের মে মাসে ও রিটায়ার করেন এপ্রিল, ১৯৯৩। ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল খুবই গাঢ় ।
গত এক বৎসর ধরে সুনীল বিছানায় ছিল। ওঠার ক্ষমতা ছিল না, কিন্তু আমার সঙ্গে প্রায়শই কথা হত। ও খুব খুশী হত আর বলতো — তুই ছাড়া কেউ ফোন করে না। আমি উত্তর দিতাম যে একটা সময়ের পরে পরিধিটা ছোট হয়ে যায়, সবাই যে যার সমস্যা নিয়ে ব্যস্ত, তাই হয়তো যোগাযোগ করতে পারে না । ও আমার কথায় সায় দিত, যা আমাকে মনে করিয়ে দিত ওর দৃঢ়মনস্কতা।
ওঁর মৃত্যুতে আমি এক বন্ধুকে হারালাম । যেখানেই থাকুক ও ভালো থাকুক। ওঁর পরিবারকে আমার সমবেদনা জানাই ও প্রার্থনা করি যেন ঈশ্বর ওদের শক্তি দেন | সুনীলের আত্মার শান্তি কামনা করি।
সুব্রত ঘোষাল, মুম্বাই