জুলিয়েট তুমি

নির্মাল্য দেব মান্না
০৫/০২/২০২১

তবু তুমি তাকাবে না,
এই শেষ বিকেলের ঈষৎ রক্তিম আলোয়
এই শীত শীত ভাব ছড়িয়ে পড়া রডোডেনড্রনের নীচে,
নীল দুঃখের মতো,
অথবা চৌঁধবীর চাঁদের নরম ঐশ্বর্যের মতো।
তোমার ঐ পাগল করা দৃষ্টি …
আজো কিসের এত অহংকার তোমার ?
অথবা ঐ ছোট্ট ধারোয়া নদীর কুলু কুলু ধ্বনির মতোই প্রত্যয় তোমার জুলিট্টা।
মাত্র তো আট বছরের বড় তুমি।
এই তো আজ বিকেলের একটু আগে
সিংমাড়ির মুদির দোকানে দেখেছি তোমার বর্ষপঞ্জী…
জ্বল জ্বল করছে আমার হৃদয়ে!
তুমি তো ধর্ম মানো না… আমি ও তাই।
একটু পরে যখন শুরু হবে বরফ পড়া….
তোমার সোনালী কোঁকড়ানো
চুলের মতো, ঝুর ঝুর করে…
যখন আমি ভাললাগায়
মরব সহসা একটু একটু করে
তোমার সুগন্ধের আশায় …
তোমার অহংকারে মরছি
আমি পলে পলে…
আমায় একটু খানি ভালবেসো
জুলিয়েট….