রূপনারায়ণপুর

গৌরী চট্টরাজ
লবণহ্রদ, কোলকাতা
25.01.2021

অবনত মন চাইছে এখন
ফিরতে তোমার কাছে
যেখানে পৃথিবী যেমন তেমন
প্রতিবেশীরা তবুও সেখানে
আসে কি মাঝে মাঝে ?

সন্ধ্যা তেমন কাছাকাছি নয়
মনবাসনা যেন মনে হয়
এখনও বাড়তি আছে;
এখনও সময় চাহিদায় রাখে
আনাগোনা চলাচল
এখনও তোমার প্রয়োজন আছে
গতিময়তার কাছে |

এখনও বিলীন হয়নি সময়
চুপচাপ ক্লিশে তন্ময়তায়
বহূগামিতায় মগ্ন যে ছিল
একাকী কেন সে হাঁটে !
এই জিজ্ঞাসা পড়ে আছে সঙ্কটে
উত্তরহীন একলা শরীর তটে |

হৃদয় চায় যে ফিরতে আবার
যেখানে সন্ধ‍্যা হয় অনিবার
সুযোগ পেয়েছে বাড়তি সময়
অবগত মন পেছনে কেন যে হাঁটে!

মুছে যায় মেঘ পশ্চাৎপটে
সীমাহীনতায় থাকেনা সে মোটে
হৃদয় যাকনা ঘেরাটোপ ছেড়ে
আবার সে তল্লাটে |

তোমার কি সময় আছে ?